জেনে নিন অকাল বীর্যপাত থেকে কিভাবে মুক্তির পাবেন
অকাল বীর্যপাত কি?
পুরুষ যদি উত্তেজনার শুরুতেই বীর্য ত্যাগ করে তবে তাকে অকাল বীর্যপাত বলে। নারীর সাথে দৈহিক মিলনের সময় পুরুষ নানা ভাবে নারীকে উত্তেজিত করে। এই সময় উভয়েই উভয়েই শরীর স্পর্শ করে এবং নানাভাবে আদর করে। অনেক পুরুষের এই সময়েই বীর্যপাত হয়ে যায়। এতে করে পরবর্তী যৌন উত্তেজনা আর তীব্র হয় না। জেনে নিন ২-৩ মিনিটে বীর্যপাতের হাত থেকে মুক্তির উপায় ।
অকাল বীর্যপাত থেকে মুক্তির উপায়ঃ
১. লিঙ্গে স্পর্শ না করা।
২. প্রথমেই তীব্র উত্তেজিত না হওয়া ।
৩. পারস্পরিক হস্তমৈথুন ।
৪. লিঙ্গের উত্তেজনা ধরে রাখা ইত্যাদি ।
চিকিৎসা
ডায়াজিপাম অথবা লিব্রিয়ামের ব্যবহার ।
জেনে নিন জেনে নিন বীর্যের যাবতীয় তথ্য।
সুত্রঃ Health Tips Doc
No comments: