Header Ads

সঙ্গীকে দ্রুত ও পরিপুর্ন যৌন সুখ দেবার উপায়

দ্রুত ও পরিপুর্ন যৌন সুখ
অনেক পুরুষই তার স্ত্রীকে পরিপূর্ণ তৃপ্তি দেওয়ার পূর্বেই তার বীর্যপাত হয়ে যায়। যার কারণে তার স্ত্রী অপূর্ণ তৃপ্তি বোধ থেকে যায়। একজন নারীর জন্য চরম বিরক্ত কারণ হচ্ছে সহবাসে তার তৃপ্ত না হওয়া। অতৃপ্ত যৌনতা তাদের মেজাজ বিগড়ে দেয়। তাই স্বামীর সাথে অনেক সময় ভালো আচরণ করতে পারে না। যার ফলে সংসারে অশান্তি নেমে আসে। স্ত্রীরও পরপরুষের প্রতি আকৃষ্ট হয়। তাই পরপুরুষকেই দিয়েই নিজেকে পরিতৃপ্ত করতে চাই।   তাই প্রত্যেক স্বামীরও উচিত নিজের স্ত্রীকে পরিপূর্ণ সুখ দেওয়া। অনেক পুরুষই পর্যাপ্ত যৌন জ্ঞানের অভাবে স্ত্রীকে পরিপূর্ণ তৃপ্তি দিতে পারেন না। কীভাবে নারীকে দ্রুত অধিক তৃপ্তি দেওয়া যাবে নিজের যৌন দূর্বলতা থাকার পরও নিচে তা দেওয়া হল—
১. যৌনাঙ্গে মর্দনের ফলে নারী দ্রুত উত্তেজিত হয়।
২. স্পর্শকাতর স্থানে যেমন গাল, ঠোঁট, কান, গলায় ঘন ঘন চুম্বন করুন। আপনার নিঃশ্বাসের শব্দ যেন তাঁর কানে শোনা যায়।
৩. নারীর দেহের স্পর্শকাতর অঙ্গগুলি মর্দন করুন।
৪. আপনার সঙ্গিনীর উরুতে ঘর্ষণ করুন।
৫. সঙ্গমের পূর্বে ফোরপ্লে এবং স্পর্শকাতর অঙ্গে ও যৌনাঙ্গে কামাদ্রিভাবে আলতোভাবে আদর করুন।
৬. যোনিতে দুই ঠোঁটে আঙ্গুল দিয়ে ঘর্ষণ করুণ।
৭. যোনিতে আঙ্গুল প্রবেশ করিয়ে ঘর্ষণ করুণ।

No comments:

Powered by Blogger.